নিলফামারী জেলা প্রতিনিধি: নিলফামারী জেলা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় গতকাল মঙ্গলবার জেলার কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটার ‘মুক্তিযোদ্ধা দেলওয়ার রহমান গ্রন্থাগার’ পরিদর্শনে আসেন। এসময় উপস্থিত ছিলেন- ‘মুক্তিযোদ্ধা দেলওয়ার রহমান গ্রন্থাগার’-এর প্রতিষ্টাতা বীর মুক্তিযোদ্ধা দেলওয়ার রহমান (পোস্টমাষ্টার), আলহাজ্ব ফজলার রহমান মাষ্টার, আলহাজ্ব সোলায়মান আলি মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা হিরোম্ভ সরকার, মাওলানা অলিউর রহমান, গ্রন্থাগার কমিটির সভাপতি হোসাইন মোঃ সেলিম রেজা, রেজাউল করিম, গ্রন্থাগার কমিটির সদস্য বৃন্দ, পাঠক, এবং স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী। এসময় প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) দীপঙ্কর রায় গ্রন্থাগারের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।
এর আগে তিনি বড়ভিটা ইউনিয়নের নব-নির্মিত প্রাচীন এতিমখানা ও মাদ্রাসা ভবন এবং বড়ভিটা কেন্দ্রীয় হরি মন্দির পরিদর্শন করেন।
Leave a Reply