হবিগঞ্জ জেলা প্রতিনিধি: মুক্তিযুদ্ধ জাদুঘরের সহযোগিতায় দেশের ৫০ টি বেসরকারি গ্রন্থাগারের মাঝে আলী যাকের মুক্তিযুদ্ধ গ্রন্থপাঠের বই বিতরণ সম্পন্ন হয়েছে। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পদক্ষেপ গণপাঠাগার এই প্রকল্পের আওতায় গতকাল বিকেলে পাঠাগার ভবনে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের ১৫ জন শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লেখক, নির্মাতা ও মুভমেন্ট থিয়েটারের জনক লন্ডন প্রবাসি ড.মুকিদ চৌধুরী।
পাঠাগারের সাধারণ সম্পাদক এস এম মিজানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পাঠাগারের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম রুবেল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হুমায়ুন কবির চৌধুরী, মোহাম্মদ নুরুদ্দিন, আবুল খায়ের, আব্দুল মোমিন, নির্মল রায়,ফুল মিয়া খন্দকার মায়া, বশির আহমেদ, হুমায়ুন কবির মিলন, আনোয়ার হোসেন বিপ্লব প্রমুখ।
Leave a Reply