খুলনা জেলা প্রতিনিধি : ‘গ্রন্থগারে বই পড়ি/ স্মার্ট বাংলাদেশ গড়ি ’ এই স্লোগান কে ধারণ করে তারাপদ বৈরাগী স্মৃতি পাঠাগারের উদ্যোগে ৫ই ফেব্রুয়ারি গ্রন্থগার দিবস -২০২৪ পালিত হয়। শুরুতে পাঠাগারের সাধারণ সম্পাদক চন্দ্রশেখর বৈরাগীর নির্দেশনায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে শিক্ষার্থীদেরকে পাঠাগারের গুরুত্ব জানানো ও কবিতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনাথ বন্ধু মন্ডল, আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষিকা অঞ্জলি রানী, প্রদীপ সরকার, কাকলি রানী ও টুম্পা বৈরাগী। প্রতিযোগিতা শেষে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার লাভ করেন পঞ্চম শ্রেণীর নিলয় মন্ডল, দ্বিতীয় পুরস্কার লাভ করে চতুর্থ শ্রেণীর অংকন বাইন ও তৃতীয় পুরস্কার চতুর্থ শ্রেণীর স্বস্তিকা সানা।
Leave a Reply