1. admin@pathagarbarta.com : admin :
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ পোয়েটস ক্লাবের দুইদিনব্যাপী সাহিত্য পর্যটন মিশন মহেশখালী কক্সবাজার ৮ ও ৯ নভেম্বর নবীগঞ্জে শারদ সংকলন ‘আনন্দময়ীর আগমনে’ প্রকাশিত স্বপ্নবিলাস উন্মুক্ত পাঠাগারের উদ্যোগে পাঠ প্রতিক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত সৌম্যেন অধিকারীর কণ্ঠে রাণী দ্বিতীয় এলিজাবেথ স্মরণে প্রথম বাংলা গান মিডল্যান্ডস সাহিত্য ও সংস্কৃতি পরিষদ ইউকে সভায় বার্মিংহামে বিজয় দিবস পালনের সিদ্ধান্ত লেখা আহবান ইউকের বাংলা রিপোর্টার্স ইউনিটির সভা অনুষ্ঠিত “রাষ্ট্র সংস্কারে পাঠাগারের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত “রাষ্ট্র সংস্কারে পাঠাগারের ভূমিকা” শীর্ষক সেমিনার লন্ডনে আনন্দ ও উৎসবে দ্বাদশ বাংলাদেশ বইমেলা এবং সাহিত্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধাদের নিয়ে এ কেমন তামাশা?

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ২১৩ বার পঠিত

মুক্তিযোদ্ধাদের নিয়ে এ কেমন তামাশা?
আবীর আহাদ

স্বাধীনতার বয়স ৫০ বছরের ঊর্ধে। ২০০০ মুক্তিযোদ্ধার বয়সও নাকি ৫০ বছর! অনেক আগেই ঝিনাইদহ জেলা থেকে একদাগে ২৪ রাজাকারের মুক্তিযোদ্ধা বনে যাওয়ার অভিযোগ রয়েছে। বেশকিছু ভুয়া মুক্তিযোদ্ধা এমপি, মন্ত্রী, উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা ও ব্যবসায়ীর নামও মুক্তিযোদ্ধা তালিকায় স্থান পেয়েছে। এছাড়া গোটা মুক্তিযোদ্ধা তালিকায় ৮০/৮৫ হাজার অমুক্তিযোদ্ধা, এমনকি রাজাকাররাও রয়েছে ! এসব অসংগতি দেখে শুনে বুঝে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় তথা সরকারের মতো মহা-সাংবিধানিক সংস্থা কেমন করে চুপটি মেরে বসে থাকে তা ভাবতেই গা শিউরে ওঠে! মুক্তিযুদ্ধের পবিত্রতা, বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও সরকারের ভাবমূর্তির স্বার্থে কেনো এসব ভুয়া মুক্তিযোদ্ধাদের উচ্ছেদ করার কোনোই উদ্যোগ নেয়া হচ্ছে না, তাও আমাদের বোধগম্য নয়! আমাদের মনে হয়, এ প্রক্রিয়ার মধ্যে অর্থ, আত্মীয়তা ও হীনরাজনৈতিক প্রভাব কাজ করছে! এ যেনো মুক্তিযোদ্ধাদের নিয়ে চলছে এক নির্মম তামাশা! চলছে বিশাল লাভজনক ব্যবসা!

মুক্তিযুদ্ধের মাধ্যমে, বীর মুক্তিযোদ্ধাদের রক্তাক্ত জীবনপণ শৌর্য ত্যাগ রক্ত ও বীরত্বপূর্ণ মুক্তিযুদ্ধে অর্জিত স্বাধীন বাংলাদেশের আলোবাতাসে শ্বাস নিয়ে, জীবনে যিনি যা কল্পনা করেননি তিনি তাই হয়েও যারা মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা বিকৃত করেন এবং বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে অমুক্তিযোদ্ধা রেখে তাদের মর্যাদা ভুলুন্ঠিত করেন, সব জেনেও যারা চুপটি মেরে আছেন তারা আর যা-ই হোক, তারা মানুষ নামের কলঙ্ক! এরা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অমানুষ!

মুক্তিযুদ্ধের পবিত্রতার স্বার্থে অনতিবিলম্বে বঙ্গবন্ধুর ‘৭২ সালের মুক্তিযোদ্ধা সংজ্ঞার আলোকে উচ্চতর বিচার বিভাগ, সামরিক বাহিনী ও যুদ্ধকালীন সুপরিচিত কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কমিশন’ গঠন করে বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি করা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। এ প্রক্রিয়ায় যারা ভুয়া মুক্তিযোদ্ধা বলে প্রমাণিত হবে এবং যারা তাদেরকে মুক্তিযোদ্ধা বানিয়েছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার সমতুল্য অপরাধে কঠিন শাস্তির বিধান রাখতে হবে। আমরা প্রত্যাশা করি সরকার এ পদক্ষেপ গ্রহণ করে তার সদিচ্ছার প্রমাণ দিয়ে দেশে স্বচ্ছতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। এটা সব প্রকৃত বীর মুক্তিযোদ্ধা ও সচেতন দেশবাসীর প্রাণের দাবি। আশা করি আওয়ামী লীগ সরকার তারই ঐতিহাসিক নেতৃত্বে পরিচালিত মুক্তিযুদ্ধের চেতনার পবিত্রতার স্বার্থে উপরোক্ত সুপারিশের আলোকে বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকাটি প্রণয়ন করে যাবেন।

লেখক : চেয়ারম্যান, একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!