পাঠাগার বার্তা ডেস্ক : মহাকবি মাইকেল মধুসূদন দত্তকে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী ও দেশপ্রেমিক কবি বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। গতকাল (২৫ জানুয়ারি) সন্ধ্যায় বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কেশবপুরের সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপি মধুমেলার উদ্বোধনী বক্তৃতায় এ কথা বলেন।
জেলা প্রশাসন আয়োজিত মধুমেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সাহিত্য এবং জীবন পরস্পর এক সুতোয় গাঁথা। তার বিপ্লবের সূত্র ধরে এসেছিলেন নেতাজী সুভাষ চন্দ্র বসু। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছেন দেশটি স্বাধীন, দিয়েছেন স্বাধীনতা। আর আমাদের কাজ দেশকে গড়ে তোলা। পৃথিবীতে আমাদের এই বাঙালি জাতিকে সর্বশ্রেষ্ট আসনে প্রতিষ্ঠিত করা। এর জন্যে বাঙালি জাতিকে আজ ঐক্যবদ্ধভাবে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সহযোগিতা করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন, ৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হুসাইন শওকতের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম আরাফাত হোসেন।
আরও বক্তব্য দেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মুক্ত প্রমুখ।
Leave a Reply