স্টাফ রিপোর্টার : মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি, কীর্তিনারায়ণ কলেজের প্রতিষ্ঠাতা, অধুনালুপ্ত জাতীয় দৈনিক মাতৃভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট সমাজসেবক মেজর (অব:) সুরঞ্জন দাস (৭২) কানাডায় সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরন করেন। পারিবারিক সূত্রে জানা যায়, বাংলাদেশ সময় গতকাল শেষ রাতে কানাডার ভেংকুভার শহরের নিজ বাসায় ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনার স্বীকার হন, এতে তাঁর স্ত্রী সুপর্ণা দাসও দূর্ঘটনা স্থলেই প্রাণ হারান।
উল্লেখ্য মেজর (অব:) সুরঞ্জন দাস মহান মুক্তিযুদ্ধে ৫নং সেক্টরের শেলা সাব-সেক্টরের কোম্পানি কমান্ডার হিসেবে সাহসীকতার সাথে মুক্তিযুদ্ধ করেন। ১৯৭৩ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন এবং ১৯৮৬ সালে স্বেচ্ছায় অবসরে চলে যান। মৃত্যুকালে তাঁরা তিন কন্যা, এক পুত্র ও অসংখ্যক গুণাগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply