স্টাফ রিপোর্টার : আজ সন্ধ্যায় বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সম্প্রীতি বাংলাদেশ-এর কেন্দ্রীয় আহ্বায়ক ও একুশে টেলিভিশনের সিইও পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পাঠাগার বার্তা’র সম্পাদক ও প্রকাশক রত্নদীপ দাস রাজু। এ সময় পীযূষ বন্দ্যোপাধ্যায় দেশের বই পড়া ও গ্রন্থাগারের খুঁজ-খবর নেন এবং দেশের বেসরকারি গণগ্রন্থাগারের সক্ষমতা অর্জনের জন্য পাঠাগার কর্মীদের নিরবিচ্ছিন্নভাবে কাজ করার আহবান জানিয়ে বলেন- ‘দেশের মানুষকে বই মুখী করতে বই পড়ার পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রমের উপর জোর করতে হবে। যুব সমাজকে বিপথগামী না হতে বই হতে পারে বড় হাতিয়ার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে গ্রন্থাগার কর্মীদের কাজ করতে হবে।’
তিনি আরও বলেন- দেশের গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরের গণগ্রন্থাগারের পাঠ সেবা বৃদ্ধি করা, গ্রন্থাগারিক নিয়োগ এবং গ্রামে গ্রামে গ্রন্থাগার ও উপজেলা পর্যায়ে মডেল গ্রন্থাগার প্রতিষ্ঠার ব্যাপারে সরকারকে চিন্তা করার এখন সময় এসেছে।
Leave a Reply