শাহ সারওয়ার জাহান (কিশোরগঞ্জ প্রতিনিধি) : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা প্রশাসন বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করেছেন। ৫৪ তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসন ২৬ মার্চ বিকাল তিনটায় স্হানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধণা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ (পিপিএম বিপিএম বার), সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি এড. জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক এড. এমএ আফজাল।
বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার মাহবুবুল আলম, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাহবুব ইকবাল, জেলা আওয়ামী লীগের নেতা বীরমুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার কামাল। অনুষ্ঠান শেষে বীরমুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ কে জেলা প্রশাসনের পক্ষথেকে সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয় ।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2024 পাঠাগার বার্তা. All rights reserved.