পাঠাগার বার্তা ডেস্ক : সুরের ভুবনের নক্ষত্রের পতন। গতকাল মঙ্গলবার রাতে গায়ক-সুরকার বাপ্পি লাহিড়ী মুম্বইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৬৯। ভারতীয় চলচ্চিত্র জগতে তাঁর অবদান উল্লেখযোগ্য। বাংলা এবং হিন্দিতে বহু গান গেয়েছেন এবং সুর দিয়েছেন তিনি। বহু হিট ছবির সঙ্গীতকার ছিলেন তিনি। কিন্তু তাঁর সঙ্গীত থামল মঙ্গলবার রাতে।
১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেছিলেন বাপ্পি। বাবা অপরেশ লাহিড়ী এবং মা বাঁশরী লাহিড়ী। মা-বাবা দুজনেই সঙ্গীত জগতের মানুষ ছিলেন। তাই ছোট থেকেই সঙ্গীতের পরিবেশে বড় হয়েছেন বাপ্পি। মা-বাবার কাছেই প্রথম গানের তালিম নিয়েছিলেন তিনি। বহু বাংলা এবং হিন্দি ছবিতে সুর দিয়েছেন, অজস্র গান গেয়েছেন তিনি।
সত্তর এবং আশির দশকে হিন্দি ছায়াছবির দুনিয়ায় জনপ্রিয় নাম ছিলেন বাপ্পি লাহিড়ী। ডিস্কো ডান্সার, চলতে চলতে, শরাবি-র মতো হিট হিন্দি ছবিতে গানে সুর দিয়েছেন তিনি। তেমনই বাংলায় অমর সঙ্গী, আমার তুমি, আশা ও ভালবাসা, অমর প্রেমের মতো হিট ছবির গানে সুর দিয়েছিলেন তিনি। বহু গান গেয়েছেন তিনি।
Leave a Reply