স্টাফ রিপোর্টার (আরিফুর রহমান আরিফ) : গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বর্ষবরণ -১৪৩১ অনুষ্ঠানে উত্তরণ পাঠাগারের বরাদ্দকৃত স্টলে বাঙ্গালির ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার সরবরাহ করা হয়। এতে পান্তা, ২১ পদের ভর্তা, শাক, ইলিশ ভাজা রাখা হয়েছিল।
উত্তরণের স্টলে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন রাফিদুল ইসলাম, বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার সায়লা বিনতে রহমান মনীষা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের অধ্যক্ষ এবিএম সাইফুল হোসেন মন্ডল শাহজাহান, পদার্থ বিজ্ঞানের প্রভাষক মো. মোস্তাফিজার রহমান, ৫নং দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল আলম রেজা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আল্পনা রাণী গোস্বামী প্রমুখ উত্তরণ এর স্টল পরিদর্শন করেন এবং ঐতিহ্যবাহী এসব খাবার গ্রহণ করেন।
আয়োজক কমিটির সদস্যদের মধ্যে উত্তরণ পাঠাগারের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাকিবুজ্জামান, ভারপ্রাপ্ত সভাপতি সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর,সমাজকল্যাণ সম্পাদক নুসরাত অর্থী, সদস্য গোলাম রাব্বানী সাগর, রাকিবুল ইসলাম, আরাফাত ইসলাম, রাজিয়া সুলতানা রিশা, তাসবিহা তামান্না, আজমাইন ইশতিয়াক শ্রাবণ, মেহেদী হাসান তন্ময় প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply