সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া প্রেসক্লাবের উদ্যোগে সাহিত্য আসর ও সাহিত্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নবীণ প্রবীণ কবি ও লেখকদের অংশ গ্রহনে শনিবার(৮ জুলাই) বেলা ১১ টায় সিংড়া প্রেসক্লাব কমপ্লেক্স ভবনে এ সাহিত্য আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাহিত্য আসরে অন্যান্যদের মধ্যে স্বরচিত কবিতা পাঠ করেন কবি প্রকৌশলী আহমেদ রফিক, কবি মোঃ আবুল হোসেন, কবি রিক্তা বানু, বাবুল হাসান বকুল, কাওছার আহমেদ, জুয়েল প্রামাণিক, বাদশা শাকিল এসজি প্রমূখ। কবিতা পাঠ শেষে সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানার সভাপতিত্বে ও সিংড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৌরভ সোহরাবের সঞ্চালনায় সাহিত্য বিষয়ে তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য দেন, সিংড়া উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, দৈনিক ইনকিলাব পত্রিকার সিংড়া উপজেলা প্রতিনিধি ও সিংড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আনোয়ার হোসেন আলী রাজ, সিংড়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক শহিদুল ইসলাম সুইট সহ অন্যরা।
বক্তারা বলেন, বর্তমান সময়ে সাহিত্য চর্চা অনেকটাই কমে গেছে। সাহিত্য চর্চা নতুন প্রজম্মের কাছে পৌছাতে হবে। নিয়মিত সাহিত্য আসর করে এই সংস্কৃতি সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। কারন সাহিত্য সমাজের দর্পণ। সাহিত্য মানুষকে শুদ্ধ হতে শিখায় এবং সমাজের পরির্বতন ঘটায়।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2025 পাঠাগার বার্তা. All rights reserved.