নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামের কৃতি সন্তান, হবিগঞ্জ বৃন্দাবন কলেজের ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক (১৯৭০), নবীগঞ্জের একসময়ের শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুনীল কান্ত দাশের মৃত্যুতে পাঠাগার বার্তা’র সম্পাদক রত্নদীপ দাস রাজু গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এক শোক বিবৃতিতে তিনি বলেন- সুনীল কান্ত দাশ সাহিত্য-সাংস্কৃতিক জগতের একসময়ের নবীগঞ্জের নিবেদিত প্রাণ ছিলেন। ছোট্ট নবীগঞ্জ বাজারে যে সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালিত হতো এর গুটিকয়েক মানুষের মধ্যে তিনি অন্যতম ছিলেন।
উল্লেখ্য যে, সুনীল কান্ত দাশ গতকাল রাত ৮.৪৫ ঘটিকায় সিলেট পার্কভিউ মেডিকেল হাসপাতালে মৃত্যু বরন করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, একমাত্র কন্যা ও অসংখ্যক গুণাগ্রাহী রেখে গেছেন।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2025 পাঠাগার বার্তা. All rights reserved.