বেলাল হোসেন (গাইবান্ধা জেলা প্রতিনিধি) : গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা পরিষদ হলরুমে “সোনালী আশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ” এই স্লোগান নিয়ে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম এর সভাপতিত্বে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পভূক্ত নাবী পাটবীজ উৎপাদনকারী ৫০ জন চাষী অংশগ্রহণ করেন।
সাদুল্লাপুর উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে গতকাল অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, ড. সেলিনা আক্তার (অতিরিক্ত সচিব) মহাপরিচালাক পাট অধিদপ্তর, ঢাকা। তিনি পাটকে (১ লা জানুয়ারী) প্রধানমন্ত্রী পাটকে কৃষি পন্য ঘোষনার বিষয়টি কৃষকদের মাঝে অবগত করেন। এবং আগামী ৬ মার্চ জাতীয় পাট দিবস সম্পর্কে আগ্রীম আলোচনা করেন। বিশেষ অতিথি সাহারিয়া খান বিপ্লব চেয়ারম্যান উপজেলা পরিষদ।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, বেলাল উদ্দিন উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাইবান্ধা, সোলায়মান আলী সহকারী পরিচালক পাট অধিদপ্তর রংপুর, মতিউল আলম উপজেলা কৃষি কর্মকর্তা, মাজেদুল ইসলাম পাট উন্নয়ন কর্মকর্তা পাট অধিদপ্তর গাইবান্ধা প্রমুখ।
প্রশিক্ষণ সেশনটি সঞ্চালনা করেন, মিথুন কুমার সরকার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা, সাদুল্লাপুর ।
Leave a Reply