প্রাপক,
লেখক ও প্রকাশক (সকল)
অমর একুশে বই মেলা-২০২২ খ্রি.।
সুপ্রিয় সুধী,
মুক্তচিন্তা ও মুক্তবুদ্ধির আন্দোলনের সহযাত্রী হিসেবে আমার শ্রদ্ধা ও শুভেচ্ছা নিবেন। শ্রদ্ধেয় লেখক/প্রকাশক বৃন্দ, আপনারা অবগত আছেন যে, আমাদের দেশের বেসরকারি গণগ্রন্থাগার গুলো জাতীয় গ্রন্থকেন্দ্রের বাইরে বই অনুদান পাওয়ার তেমন কোন সুযোগ নেই। একটি দেশের বই পড়া আন্দোলন বেগবান হতে লেখক-প্রকাশক-পাঠকের সমন্বয় প্রয়োজন। সেই নিরিখে আপনাদের নিকট সবিনয় অনুরোধ রাখতে চাই যে, এবারের অমর একুশে বই মেলার পরে বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগে দেশের প্রত্যন্ত অঞ্চলে গড়ে ওঠা গ্রন্থাগারের কার্যক্রমকে গতিশীল করতে আপনাদের প্রকাশিত নতুন বইয়ের অন্তত ১ কপি করে প্রদান করুন। এতে করে গ্রামীণ পাঠাগার গুলো যেমন সমৃদ্ধ হবে, তেমনি লেখক ও প্রকাশকের সাথে পাঠাগার কর্মীদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক স্থাপিত হবে। আর এই বন্ধনই একদিন বাংলাদেশের বই পড়া ও পাঠাগার আন্দোলনকে বহুদূর নিয়ে যেতে সক্ষম হবে।
একজন পাঠাগার কর্মী হিসেবে এ অনুরোধ দেশের সকল লেখক ও প্রকাশকের নিকট রাখলাম।
বিনীত
রত্নদীপ দাস (রাজু)
সম্পাদক ও প্রকাশক
পাঠাগার বার্তা
ইমেইল : pathagarbarta@gmail.com
মোবাইল : ০১৭৩৭-৯১২৪৯৬
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2024 পাঠাগার বার্তা. All rights reserved.