চুনারুঘাট প্রতিনিধি, হবিগঞ্জ: চুনারুঘাটে মেধাবিকাশ গণগ্রন্থাগারে পাঠক ও শিক্ষার্থীদের নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৬ আগস্ট) গ্রন্থাগার ভবনে পাঠচক্র অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের মুক্তিকামী মানুষের জীবন সংগ্রামের ইতিহাস – শিরোনামে পাঠ প্রবন্ধ উপস্থাপন করা হয়। গ্রন্থাগারের সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে প্রবন্ধ পাঠ করেন পাঠক সদস্য অজিত কুমার দেব৷ পরিচালনা করেন গ্রন্থাগারিক দ্বীপ পাল চৌধুরী। এতে অংশ গ্রহন করেন পাঠক সদস্য সুমি রানী শীল, দীপ্তি দে রিয়া, অর্ঘ্য দাশ, সুদীপ দাশ, নিশাত আহমেদ, সজিব মিয়া, ফারিয়া জাহান মরিন, জাহিদুল ইসলাম প্রীতম সহ আরো অনেকে।
সংগঠনের সভাপতি সাইফুর রহমান বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একটি নির্দেশনা আছে। প্রত্যেক গ্রন্থাগার থেকে যেন সুবিধাজনক সময়ে পাঠচক্রের আয়োজন করি। হবিগঞ্জ জেলার সন্মানিত লাইব্রেরিয়ান সাইফুল ইসলাম মহোদয়ের সার্বিক দিন নির্দেশনায় আমরা নিয়মিতই পাঠচক্র করি। আজকের বিষয়বস্তু থেকে নতুন প্রজন্মের পাঠকেরা অনেকিছু শিক্ষা লাভ করলো। আমরা আশা করি আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
Leave a Reply