1. admin@pathagarbarta.com : admin :
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ পোয়েটস ক্লাবের দুইদিনব্যাপী সাহিত্য পর্যটন মিশন মহেশখালী কক্সবাজার ৮ ও ৯ নভেম্বর নবীগঞ্জে শারদ সংকলন ‘আনন্দময়ীর আগমনে’ প্রকাশিত স্বপ্নবিলাস উন্মুক্ত পাঠাগারের উদ্যোগে পাঠ প্রতিক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত সৌম্যেন অধিকারীর কণ্ঠে রাণী দ্বিতীয় এলিজাবেথ স্মরণে প্রথম বাংলা গান মিডল্যান্ডস সাহিত্য ও সংস্কৃতি পরিষদ ইউকে সভায় বার্মিংহামে বিজয় দিবস পালনের সিদ্ধান্ত লেখা আহবান ইউকের বাংলা রিপোর্টার্স ইউনিটির সভা অনুষ্ঠিত “রাষ্ট্র সংস্কারে পাঠাগারের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত “রাষ্ট্র সংস্কারে পাঠাগারের ভূমিকা” শীর্ষক সেমিনার লন্ডনে আনন্দ ও উৎসবে দ্বাদশ বাংলাদেশ বইমেলা এবং সাহিত্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি, ভুয়া উচ্ছেদ, ভাতা বৃদ্ধি ও গৃহঋণ প্রদান করুন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১৮০ বার পঠিত

প্রেসবিজ্ঞপ্তি : একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান লেখক গবেষক আবীর আহাদ বলেছেন, দেশের সিংহভাগ বীর মুক্তিযোদ্ধা সীমাহীন দুরাবস্থার মধ্যে দিনাতিপাত করছেন। একদিকে বয়সের ভার, নানান রোগাক্রান্ত, মাথা গোঁজার ঠাঁই নেই, নেই ঐতিহাসিক মুক্তিযুদ্ধের সাংবিধানিক স্বীকৃতি। অপরদিকে তাদের সন্তান-সন্ততি বেকারত্বের অভিশাপে জর্জরিত। জীবনের শেষবেলায় তাদের জীবনে একটু স্বস্তি ও শান্তি প্রদান করা রাষ্ট্রেরই নৈতিক দায়িত্ব। কারণ রাষ্ট্রটি গড়ে উঠেছে এই অবহেলিত বীর মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও ত্যাগে। তাদের প্রতি সবাইকে কৃতজ্ঞ থাকতেই হবে, নইলে সভ্যতা ভব্যতা নৈতিকতা বলে কিছুই থাকে না।

আজ বুধবার এক বিবৃতিতে আবীর আহাদ সিংহভাগ বীর মুক্তিযোদ্ধার যাপিত জীবনের বেদনাত্মক অনুভূতির প্রতি সহমর্মিতা প্রকাশ করে উপরোক্ত মন্তব্য করে বলেন, দ্রুততম সময়ের মধ্যে মুক্তিযোদ্ধা তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের বিতাড়ন করে, তাদের সাংবিধানিক স্বীকৃতি দিয়ে মুক্তিযোদ্ধাদের অবর্ণনীয় দুর্দশার কথা মানবিক বিবেচনায় নেয়ার জন্যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা চলমান বাজারদরের সাথে সংগতি রেখে যৌক্তিক পর্যায়ে বৃদ্ধি, তাদের চিকিৎসার জন্য মাসিক ভাতার সাথে কমপক্ষে ০৭ হাজার টাকা চিকিৎসা ভাতা প্রদান, গৃহহীনদের জন্য বিনাসুদে মাসিক ভাতা থেকে ৫ হাজার টাকা কেটে রাখার বিধান রেখে কমপক্ষে ২৫ লক্ষ টাকা গৃহঋণ প্রদান করার জন্যেও সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি দ্রুততম সময়ের মধ্যে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠানেরও দাবি জানান।

বিবৃতিতে আবীর আহাদ বলেন, অতীতে মুক্তিযোদ্ধাদের প্রতি চরম অবিচার করার ফলে তারা পরিবার-পরিজনসহ দুর্বিষহ জীবন যাপন করে আসছেন। বর্তমান বাস্তবতার আলোকে মুক্তিযোদ্ধা পরিবারকে পিছিয়ে-পড়া থেকে উঠিয়ে আনার লক্ষ্যে যৌক্তিক পর্যায়ে ‘মুক্তিযোদ্ধা সন্তান কোটা’ প্রচলনের পাশাপাশি বিকল্প পন্থায়ও সরকার মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাদের বেকার ছেলে-মেয়েদের প্রজাতন্ত্রের চাকরিতে সরাসরি নিয়োগ দিতে পারেন। যেমন, পঞ্চম শ্রেণী থেকে দশম পর্যন্ত পড়া ছেলে-মেয়েদের চতুর্থ শ্রেণীর কর্মচারী, এসএসসি থেকে এইচএসসি পাশ পর্যন্ত তৃতীয় শ্রেণীর কর্মচারী, স্নাতক পাশ করাদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা এবং স্নাতক সম্মান থেকে মাস্টার্স পাশ করাদের প্রথম শ্রেণীর কর্মকর্তা হিশেবে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর/পরিদপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা, আধা সরকারী প্রতিষ্ঠান, সরকারী ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগের ব্যবস্থা করতে পারেন। তিনি বলেন, আমার একান্ত ধারণা, মুক্তিযোদ্ধাদের বয়সের প্রেক্ষিতে তাদের অধিকাংশ সন্তানই সরকারি চাকরির বয়সসীমা অতিক্রম করে গিয়েছে। সে-ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য চাকরিতে প্রবেশের বয়সসীমা পঁয়ত্রিশ বছর করা হলে তাদের সংখ্যা পনেরো থেকে বিশ হাজারের বেশি হবে বলে মনে হয় না।

পরিশেষে আবীর আহাদ বলেন, বীর মুক্তিযোদ্ধাদের শৌর্য ত্যাগ ও বীরত্বকে কোনোকিছু দিয়েই পরিমাপ করা যায় না। তবে যেহেতু তারাও সমাজের মানুষ, তাদেরও মর্যাদা নিয়ে একটু শান্তি ও স্বস্তি সহকারে সমাজে বেঁচে থাকার অধিকার রয়েছে, সেহেতু এ-দৃষ্টিকোণ থেকে বঙ্গবন্ধু-কন্যা বীর মুক্তিযোদ্ধাদের উপরোক্ত বিষয়গুলো বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে তা বাস্তবায়ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করছি।

আবীর আহাদ
চেয়ারম্যান
একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!