মৌলভীবাজার প্রতিনিধি: বৃটেনের অন্যতম বৃহৎ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন মিডল্যান্ডস সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকের এক্সিকিউটিভ কমিটির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বৃটেন মিডল্যান্ডসের রাজধানীখ্যাত শিল্পনগরী বার্মিংহামের গোল্ডেন হিলকক রোডস্থ ফুলকলি মিঠাই রেষ্টুরেন্টে সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও গবেষক সৈয়দ মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাপ্তাহিক বাংলামেইল পত্রিকার সম্পাদক ছড়াকার সৈয়দ নাসির আহমেদ।
সভায় সংগঠনের এক্সিকিউটিভদের মধ্যে বার্মিংহাম তথা বৃটেনের অন্যতম প্রবীণ কমিউনিটি নেতা রাজনীতিবিদ কমরেড মসুদ আহমেদ, বার্মিংহাম-মিডল্যান্ডস বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মারুফ, চ্যারেটি সংস্থা কাবা ফাউন্ডেশন ইউকের প্রধান নির্বাহী ফারুক চৌধুরী, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কবি শোয়াইব চৌধুরী, টিভি উপস্থাপক নোমান আল মনসুর, সাংবাদিক সৈয়দ নাদির আহমেদ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইমরুল হাসান, শিক্ষক ও কমিউনিটি ব্যক্তিত্ব বাহার উদ্দিন, গবেষক মাহবুব মোহাম্মদ, আব্দুল জলিল, কবি সৈয়দ ফরহাদ আহমদ, সাপ্তাহিক বাংলামেইল ইংরেজি বিভাগের প্রধান সৈয়দ জাবির আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ডিসেম্বরে বাংলাদেশের মহান বিজয় দিবস বার্মিংহামে মিডল্যান্ডস সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক বর্ণাঢ্যভাবে পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। উপস্থিত সকলের মতামতের পরিপ্রেক্ষিতে আয়োজনের জন্য বাজেট ও পরবর্তী প্রস্তুতি সভার তারিখ নির্ধারণ করা হয়। নভেম্বরে প্রস্তুতি সভার পাশাপাশি একই দিনে স্থানীয় কবি সাহিত্যিকদের নিয়ে একটি সাহিত্য আসর করারও সিদ্ধান্ত নেয় মিডল্যান্ডস সাহিত্য ও সংস্কৃতি পরিষদ ইউকে।
Leave a Reply