খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : "শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল, দুর্জয়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে স্কুল হলরুমে এই আলোচনা সভা আয়োজন করা হয়।
আলোচনা সভায় সহকারী শিক্ষক চাইহ্লাউ মারমা সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক শৈপল কান্তি চাকমা। আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক বিমলেন্দু চাকমা, সহকারী শিক্ষক প্রণয় পান্থ, সহকারী শিক্ষক বিজন্তা চাকমা প্রমুখ।
সভাপতি বলেন ১৯৬৪ সালে ১৮ অক্টোবর শেখ রাসেলে জন্ম হয়। মাত্র ১১ বছর বয়সে নির্মমভাবে বঙ্গবন্ধুসহ হত্যা শিকার হয় এই ছোট্ট শিশু শেখ রাসেল ঘাতকদের হাতে। শেখ রাসেল এর হত্যাকারী বিচারের দাবী জানান।
শেখ রাসেল দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কনে উম্রাচিং মারমা ১ম, মিম আক্তার ২য় ও উখেই মারমা ৩য় স্থান হিসেবে পুরষ্কার গ্রহণ করে। রচনা প্রতিযোগীতায় ঝুমা চাকমা ১ম, আখিঁ চাকমা ২য় ও সাইনুএ মারমা ৩য় হিসেবে পুরষ্কার গ্রহণ করে।
শেষে শেখ রাসেল দেয়ালিকা প্রকাশ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2024 পাঠাগার বার্তা. All rights reserved.