প্রেস বিজ্ঞপ্তি : গতকাল বিকাল তিন ঘটিকায় রাজধানীর হায়দার আলী স্কুল এন্ড কলেজ, মুগদা, ঢাকায়, বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভা সংগঠনের সভাপতি মোঃ ইমাম হোসাইন এর অনুপস্থিতিতে প্রেসিডিয়াম সদস্য মোঃ শাহাবাদ আলী সাব্বু’র সভাপতিত্বে ও মহাসচিব নাসিম আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয়, জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ। সভায় বক্তাগণ সংগঠনের চলমান বিভিন্ন কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ-এর সভাপতি মোঃ ইমাম হোসেন তাঁর ব্যক্তিগত পাঠাগার ‘পাঠাগার আন্দোলন বাংলাদেশ’-কে সম্পৃক্ত করে ও সংগঠনের কিছু সংখ্যক নেতৃবৃন্দকে নিয়ে বিভিন্ন নিয়ম বহির্ভূত কার্যক্রম পরিচালনা করা এবং অসৎ উদ্দেশ্য চরিতার্থ করায় দেশের সকল পাঠাগার উদ্যোক্তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং সংগঠনের ভাবমূর্তি নষ্ট হওয়ায় সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ-কে স্থায়ীভাবে বিলুপ্ত করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং উক্ত সংগঠনের সকল কার্যক্রম বন্ধ করার নিমিত্তে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর এবং প্রশাসন সহ সকল সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply