স্টাফ রিপোর্টার: বাংলাদেশ বেতার সিলেটের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার ও সুনামগঞ্জ থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা তরু’র সম্পাদক ইয়াকুব আলী। সুনামগঞ্জ জেলার গ্রামের শান্তিগঞ্জ উপজেলার কান্দিগাঁও গ্রামের কৃতি সন্তান ইয়াকুব আলী গণমাধ্যমে ইয়াকুব শাহরিয়ার নামে সমধিক পরিচিত। ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ বেতারের বার্তা বিভাগের চলতি দায়িত্বে থাকা উপ-মহাপরিচালক মোহাম্মদ শরীফুল কাদেরের স্বাক্ষরিত জারিকৃত এক আদেশে এই নিয়োগ পান তিনি।
ইয়াকুব শাহরিয়ার জেলার সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করবেন। নিরঙ্কুশ দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি। সংবাদ সংক্রান্ত যে কোনো কাজে ০১৭২৩-৬৯৮৩৬৯ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন সাংবাদিক ইয়াকুব শাহরিয়ার।
Leave a Reply