পাঠাগার বার্তা ডেস্ক : বর্ণিল বসন্তের রঙে ভালোবাসায় মেতেছে বাঙালি। বসন্তের জাগ্রত দ্বারে দাঁড়িয়ে ভালোবাসা। লাবণ্যে ভরা এই বসন্ত নিয়ে বাঙালির আবেগ সেই চিরচেনা।
পহেলা ফাগুন আর বিশ্ব ভালোবাসা দিবস বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় দেখা গেছে ভিন্ন মাত্রার আয়োজন। রূপ-রস-ছন্দ-গন্ধ আর অলংকারের বসন্ত যুগ যুগান্তরের ভালোবাসা আর প্রেরণা যোগাবে প্রাণে প্রাণে এমন প্রত্যাশায় মাতে তরুণ-তরুণীরা।
প্রকৃতির নিয়মে ফিরেছে ফাগুন। ঋতুরাজ বসন্তের আগমনে বাতাসে পলাশ শিমুলের মতো অনেক ফুলের মৌতান। প্রকৃতিকে নতুন রূপে সাজিয়ে তোলার আগমনী বার্তায় গাছের শাখে শাখে ফুলের মুকুলের পদধ্বনি।
পাখির কলতান আর বাতাসে ভাসা মিষ্টি ফুলের ঘ্রাণেই স্বাগত জানানো হয় ঋতুরাজকে। আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। বসন্তকে বরণে যোগ দেন শিক্ষা মন্ত্রী দিপু মনি।
চারুকলার বকুলতলায় সকলের মনে ভালোবাসা থাকুক সেই প্রত্যাশার কথা জানালেন। সঙ্গে ছিলেন গুণীজনরা। ইট কাঠ পাথরের এই নগরীতে বহু অনিয়মের মাঝে প্রাণের ছোঁয়ায় জেগে ওঠার এই উৎসব রং ছড়ায় সকাল থেকেই। নিজেকে সাজিয়ে বসন্তের রঙে রেঙেছেন অনেকে।
কখনো প্রেম, কখনো বিরহ আবার কখনো বিদ্রোহে কবিদের ভালোবাসার বন্দনায় নিজেকে ভাসানোর আরেকটি দিন আজ। ভ্যালেন্টাইনস ডে। ভালোবাসা দিবস।প্রকৃতির নতুন রূপ আর হৃদয়ের রঙে বর্ণে অন্যকে সাজানোর দুয়ার খুলে দেয়ার দিনটিও আজ।
যুগ থেকে যুগান্তরে ভালোবাসা থেকে গেছে সংজ্ঞার বাইরে। সে কারণেই প্রিয়জনের মাঝে নিজেকে খুঁজে পাওয়ার দিনের মধ্যে কখনোই সীমাবদ্ধ থাকে নি ভালোবাসা। দিবসের বাধা পেরিয়ে মানুষে-মানুষে বন্ধন হয়ে উঠুক চিরন্তন। ভালোবাসা আর সম্প্রতির সেই চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারের প্রত্যয় সকলের।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2025 পাঠাগার বার্তা. All rights reserved.