প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৫, ৮:২২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪, ১১:৩৪ অপরাহ্ণ
পাঠাগারে বিশেষ আবদানের জন্য গুণীজন সংবর্ধনা পেলেন শাহাদত হোসেন
স্টাফ রিপোর্টার: নাইট বিল ও ওটির টাকায় পাঠাগার গড়ে নিজ এলাকায় জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছিলেন বয়লার ট্রেকনিশিয়ান শাহাদত হোসেন। এবার কাজের স্বীকৃতি স্বরূপ তিনি পেলেন গুণীজন সংবর্ধনা। আস সুফিয়া সাহিত্য ও সাহিত্যবিদ্যা প্রকাশনা উৎসব ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা- ২০২৪ এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে শাহাদত হোসেনকে গত ১৫ নভেম্বর কেন্দ্রীয় কচিকাচার মেলায় গুণীজন সংবধর্না দেওয়া হয়।
কবি, গবেষক ও বহুগ্রন্থ প্রণেতা প্রধান অতিথি প্রাকৃতজ শামিমরুমি টিটন হাত থেকে শাহাদত এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পাঠাগার গড়ে জ্ঞানের আলো ছড়ানোর স্বীকৃতি স্বরূপ শাহাদত ছাড়াও দেশের আরো তিনটি সংগঠন'কে এই পুরস্কার দেয়া হয় সাহিত্যবিদ্যা প্রকাশন থেকে। বর্ষসেরা সংগঠন সম্মাননা প্রাপ্ত সংগঠনগুলি হলো- শিক্ষা ও মানবসেবায় বিশেষ অবদানের জন্য ‘সবার জন্য পড়া উন্মুক্ত পাঠাগার’, সাহিত্য ও মানবসেবায় বিশেষ অবদানের জন্য ‘বাংলাদেশ কালচারাল কল্যাণ পরিষদ’, সাহিত্য ও মানবসেবায় বিশেষ অবদানের জন্য ‘কুমিল্লা কবি পরিষদ’ কে সম্মাননা প্রদান করা হয় ৷
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2025 পাঠাগার বার্তা. All rights reserved.