পাঠাগার বার্তা ডেস্ক : আজ কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি, সদস্য অসীম কুমার উকিল এমপি, সুবর্ণা মুস্তাফা এমপি ও সেলিনা ইসলাম এমপি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর পরিদর্শন করেন। পরে কমিটির সদস্যবৃন্দের সম্মানে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র কর্তৃক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, পর্যটন ও সংস্কৃতির সংমিশ্রণে কক্সবাজারকে একটি আদর্শ সাংস্কৃতিক নগরীতে পরিণত করা হবে। সেজন্য কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রকে একটি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন সাংস্কৃতিক কেন্দ্রে রূপান্তরের পদক্ষেপ নেয়া হচ্ছে।
Leave a Reply