কে,এম মাছুম রেজা (সদর উপজেলা প্রতিনিধি বগুড়া) : বগুড়া জেলা সদরে জ্বলেশ্বরীতলায় অবস্থিত ‘বাতায়ন পাঠাগার’। জ্ঞানের ফেরীওয়ালা বি কে সরকার লালন এর হাত ধরে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন পাঠাগারটি। পাঠাগারটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। জনসাধারণ আর কল্যাণকামী প্রতিষ্ঠানের সহায়তায় পরিচালিত হয় জ্ঞান ফেরী করা এই পাঠাগার। সব রকম বই পড়ার সরঞ্জামাদি আর রকমারী বই এর সমাহার। বই পড়ার পাশাপাশি আছে ক্যাফে।মুল উদ্দেশ্য শিশু-কিশোর সহ সকল বয়সী মানুষেকে বই মুখী করে তোলা।
সুন্দর নিরিবিলি মনোরম এই পাঠাগারে আছে সব বয়সীদের জন্য বিভিন্ন বইয়ের সংগ্রহ। এ যেন নিরবিচ্ছিন্ন জ্ঞান দানকারী বটবৃক্ষ। বান্ধব এই পাঠাগারের প্রতিষ্ঠাতা বি.কে সরকার লালন বলেন- ‘বই হোক প্রতিটি শ্রেনী পেশার মানুষের নিত্যসঙ্গী।পাঠাগার মুখী হোক নতুন প্রজন্ম।’
দৃষ্টিনন্দন এই পাঠাগার জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে নীরবে নিভৃতে। জ্ঞান পিপাসু মানুষের জন্য ‘বাতায়ন পাঠাগার’ যেন মরুদ্যানের ওয়েসিস।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2024 পাঠাগার বার্তা. All rights reserved.