স্টাফ রিপোর্টার : স্বাধীনতা দিবস-২০২৪ উপলক্ষে দনিয়া কলেজ ও দনিয়া পাঠাগার এর যৌথ উদ্যোগে দ্বিতীয় গ্রন্থপাঠ কর্মসূচি আজ সকালে উদ্বোধন হয়। দনিয়া কলেজের অধ্যক্ষ আলমগীর মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দনিয়া পাঠাগারের পাঠক ও বিগত বইপাঠ প্রতিক্রিয়ার বিজয়ী ফারহানা হাফসা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন আদিত্য প্রকাশনীর স্বত্বাধিকারী খান নজরুল ইসলাম হান্নান, স্বাগত বক্তব্য রাখেন দনিয়া পাঠাগারের সভাপতি মোঃ শাহনেওয়াজ, গ্রন্থপাঠ সমন্বয়ক ইরফান শেখ পাঠ প্রতিক্রিয়ার নিয়মাবলী নিয়ে বক্তব্য রাখেন। সঞ্চালনায় ছিলেন নওশীন।
৫৬ জন শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয় হুমায়ূন আহমেদের জোছনা ও জননীর গল্প, বিভূতিভূষণের তারানাথ তান্ত্রিক, সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময়। অনলাইনের আবেদনের মাধ্যমে দনিয়া পাঠাগারের পাঠক ও দনিয়া কলেজের শিক্ষার্থীরা এই বইপাঠ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2024 পাঠাগার বার্তা. All rights reserved.