দীপঙ্কর বৈরাগী (স্টাফ রিপোর্টার) : খুলনা জেলার তারাপদ বৈরাগী স্মৃতি পাঠাগারের আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণ ও ১দিনের সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। পাঠাগার কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কার্যক্রমে শিক্ষার্থীরা শিক্ষা উপকরণ গ্রহণ করে প্রশিক্ষণ কার্যক্রম কে আনন্দময় করে তোলেন। সুন্দর হাতের লেখা প্রশিক্ষণের পাশাপাশি শিক্ষার্থীরা পাঠাগারের বিভিন্ন বই নিয়ে আনন্দের সহিত পাঠ করেন।
পাশাপাশি বিভিন্ন পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আশা ব্যক্ত করেন। শিশুদের মধ্যে কাব্য বৈরাগী বলেন- ‘প্রতিযোগিতামূলক যে কোন আয়োজন হলে আমরা সকলে অংশগ্রহণ করতে চাই।’ ষষ্ঠ শ্রেণি পড়ুয়া নিতু বৈরাগী বলেন- ‘পাঠাগারের যে কোন আয়োজনে আমরা অবশ্যই থাকবো।’ সর্বোপরি এ প্রশিক্ষণ কর্মশালা যথাযথ পরিচালনার জন্য নবম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী দীপ সানা ও দেবেশ বৈরাগীর সার্বিক সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালা পূর্ণতা পায়। এতে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপঙ্কর বৈরাগী। সবশেষে পাঠাগারের সাধারণ সম্পাদক চন্দ্রশেখর বৈরাগীর পরবর্তী পাঠ প্রতিযোগিতার আগাম ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রমের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2024 পাঠাগার বার্তা. All rights reserved.