টাঙ্গাইল জেলা প্রতিনিধি: বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে 'বই বিনিময় উৎসব'। আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে সব শ্রেণির বইপড়ুয়া ব্যক্তিরা নিজের সংগ্রহে থাকা পঠিত বইয়ের পরিবর্তে উৎসবস্থলে সাজিয়ে রাখা গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, জীবনী, ধর্মীয়, মোটিভেশনাল, বিজ্ঞান, শিশুতোষ, একাডেমিক ও ম্যাগাজিনসহ নতুন-পুরোনো বইয়ের মধ্য থেকে কাঙ্ক্ষিত বই নিতে পারবেন।
এ বিষয়ে বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ কামরুজ্জামান বলেন, ‘আমাদের বই বিনিময়ের লক্ষ্যমাত্রা ৫ হাজারেরও বেশি। এজন্য বই বিনিময় উৎসবের কোনো ধরাবাধা নিয়ম থাকবে না। একজন বইপ্রেমী নিজের নিয়ে আসা সমপরিমাণ বই বিনিময় করতে পারবেন। তবে গণনার সুবিধার্থে উৎসবের এন্ট্রিবুথে একদফায় সর্বোচ্চ ১০টি করে বই এন্ট্রি করে একজন পাঠক তার প্রদত্ত বইয়ের ক্যাটাগরি অনুযায়ী বই বিনিময় করতে পারবেন। উৎসবের আসল আমেজ দেখা যাবে, যখন পাঠকের দেওয়া বইটি তুলে নেবে অন্য কোনো বইপ্রেমী। মূলত এভাবেই চলবে বই বিনিময় উৎসব। আমরা চাই, বই নিয়ে অনেক বেশি আলোচনা হোক, লেখক পাঠকের স্বতস্ফূর্ত অংশগ্রহণে ছড়িয়ে পড়ুক বইয়ের কথা।’
বই বিনিময়ের পাশাপাশি দিনটিকে উৎসব মুখর করে রাখার জন্য পাঠক-লেখকের গল্প, বুক রিভিউ করে প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, লেখক-পাঠক আড্ডাসহ সাহিত্য সমালোচনা বক্তব্য থাকবে। শিক্ষক, শিক্ষার্থী, লেখক, প্রকাশক, বিক্রেতাসহ সর্বস্তরের মানুষ এ উৎসবে উপস্থিত থাকবেন।
বার্তা প্রেরক:
মোঃ কামরুজ্জামান
প্রতিষ্ঠাতা
বাতিঘর আদর্শ পাঠাগার
০১৭৬১-৮৫৭৩৯৯
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2025 পাঠাগার বার্তা. All rights reserved.