স্টাফ রিপোর্টার : জাতীয় গ্রন্থকেন্দ্র পরিচালিত ২০২২-২০২৩ অর্থবছরে খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে ‘ক’ও ‘খ’ ক্যাটাগরিতে অনুদানপ্রাপ্ত বেসরকারি গ্রন্থাগার সমূহের বাস্তব অবস্থা, সক্ষমতা ও কার্যকারিতা যাচাই শীর্ষক গবেষণা কার্যক্রম এর আজ খুলনা ও সিলেট বিভাগের গ্রন্থাগার প্রতিনিধি, পাঠক ও সুশীল/নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে ফোকাস গ্রুপ ডিসকাশন আয়োজিত হয়।
জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুরের সভাপতিত্বে মূল আলোচক হিসেবে আলোচনাটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্থার উপপরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার। সঞ্চালনায় ছিলেন সহকারী পরিচালক মোহাম্মদ ইনামুল হক। উপস্থিত ছিলেন- গবেষণা কর্মকর্তা কুমারেশ বিশ্বাস ও সকল ডাটা কালেক্টর।
আজকের কর্মশালায় ২১ টি গ্রন্থাগারের গ্রন্থাগার প্রতিনিধি, পাঠক এবং সুশীল/নাগরিক সমাজের প্রতিনিধি অংশ নেয়।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2024 পাঠাগার বার্তা. All rights reserved.