ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার’ - এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশে পালিত হচ্ছে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’। এ উপলক্ষে আজ সকাল ১০.০০ টায় ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার জাগ্রত আছিম গ্রন্থাগার প্রাঙ্গণে র্যালি, আলোচনা সভা ও বই পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গ্রন্থাগার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইমাম মেহেদী হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ সাদেকুর রহমান সাদেক।
উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিদ্যালয় আছিম এর প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান, গ্রন্থাগার পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিব হাসান, পরিবেশ বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম রাকিব, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সম্পদ তালুকদার, সহঃ অর্থ সম্পাদক তাফসিরুল তালুকদার লুব্ধ, কার্যকরী সদস্য শ্রাবণ সরকার, মোঃ নিরব হাসান, আদিল আহনাফ সহ গ্রন্থাগারের সাধারণ সদস্যবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, "১৯৫৪ সালের ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই দিনটিকে স্মরণ করে ২০১৮ সাল থেকে ৫ ফেব্রুয়ারিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে পালন করছে সরকার। মূলত বেসরকারী গ্রন্থাগার গুলোর কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষেই গ্রন্থাগার দিবসের সূচনা করা হয়।" এসময় গ্রন্থাগারে এসে নিয়মিত বই পড়ার জন্য সকলকে উৎসাহিত করা হয়।
গ্রন্থাগার পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিব হাসান জানান, "জাতীয় গ্রন্থাগার দিবস এবং জাগ্রত আছিম গ্রন্থাগারের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্রন্থাগারের উদ্যোগে মাসব্যাপী বই পাঠ কর্মসূচি চলমান রয়েছে। অংশগ্রহণকারী পাঠক / শিক্ষার্থীরা আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত বইটি পড়ে পাঠ প্রতিক্রিয়া জমা দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে পুরষ্কার বিতরণ করা হবে।"