মো: ফজলুর রহমান (দিনাজপুর জেলা প্রতিনিধি) : দিনাজপুরের চিরিরবন্দরে সোমবার উপজেলা ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক সমাজ উন্নয়ন সমিতির নির্বাচন সংক্রান্ত মত বিনিময় সভা সম্পন্ন হয়। উক্ত সভায় সকল সাংবাদিকদের নির্বাচন সংক্রান্ত বিষয়ে সহযোগিতা কামনা করেন, চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খালিদ হাসান। এসময় উপস্থিত ছিলেন চিরিরবন্দর থানার চৌকস অফিসার ইনচার্জ ওসি- বজলুর রশিদ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলিম সরকার, বি.আর.ডি.পি.এর চেয়ারম্যান আজিমুদ্দিন গোলাপ,মহিলা ভাইস চেয়ারম্যান প্রমুখ। উপজেলা ক্ষুদ্র-নৃ-তাত্বিক সমাজ উন্নয়ন সমিতির তিনটি প্যানেল এ ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করতেছে। মোট চারটি সেন্টারে প্রায় ২৫ শ ক্ষুদ্র নি গোষ্ঠীর ভোটার তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচন করবেন। আমার ভোট আমি দেব,দেখে শুনে বুঝে দেব। সকল ভোটারকে আগামী ১৮ তারিখ নিজ নিজ সেন্টারে গিয়ে ভোট প্রদান করার জন্য আহ্বান করা হচ্ছে।
Leave a Reply