দিনাজপুর জেলা প্রতিনিধি : চিরিরবন্দরে আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করলেন দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার,উপজেলা ভাইস চেয়ারম্যান জ্যোতিশ চন্দ্র রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার, এবি ফাউন্ডেশন এর কো-অডিনেটর জয়ন্ত কুমার রায়, আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ লেঃ কর্নেল (অবসর প্রাপ্ত) কাজী শাহাবুদ্দীন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দীন গোলাপ প্রমূখ।
Leave a Reply