বেলাল হোসেন (গাইবান্ধা জেলা প্রতিনিধি) : গাইবান্ধায় বেসরকারি গণগ্রন্থাগার সমূহের মত বিনিময় সভা আজ ‘পাঠগার হোক গণমানুষের বিশ্ববিদ্যালয়’- এই প্রতিপাদ্যকে লক্ষ্য রেখে দুপুরে গাইবান্ধায় বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের কক্ষে শাহ আবু আউয়্যাল রিজু, সহ-সভাপতি বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার এর সভাপতিত্বে ‘পাঠাগার সম্মেলন-২০২২’ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবদুস ছাত্তার খান।
উক্ত সভায় প্রতিনিধিত্ব করেন লেখিকা নাসরিন সুলতানা রেখা, নাসরিন সুলতানা রেখা পাঠাগার, খোরশেদা জাহান, গোলাম রব্বানী, মেহেদী হাসান, কবি নজরুল পাঠাগার, নাবিল আহমেদ, পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদ, আব্দুল রকিব সরকার, মাসুদ হাসান শুভ ও তাওহীদ রহমান তাওহীদ, অভিপ্রায় পাঠাগার, রুহুল আমিন একতা পাঠাগার, শামীম আহমেদ, বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার, বই ঘর পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মেহেদী হাসান ছাড়াও বিভিন্ন পাঠাগারের প্রতিনিধি অংশগ্রহণ করে।
উল্লেখ্য যে, আগামী ২২, ২৩ ও ২৪ ডিসেেম্বর ২০২২ তারিখে তিন দিন ব্যাপী পাঠাগার সম্মেলনে অংশগ্রহণ এর লক্ষ্যে এবং পাঠাগার উন্নয়ন কল্পে বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply