বেলাল হোসেন গাইবান্ধা জেলা প্রতিনিধি : একসময় যাদের মাথাগোঁজার ঠাঁই বলতে কেবল ভরসা ছিল ঝুপড়ি ঘর, এখন তারা থাকবেন পাকা ঘরে। যে ঘর এসব মানুষের কাছে ছিল কেবল স্বপ্ন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেসব ভূমিহীন ও গৃহহীন পরিবারের স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় চতুর্থ পর্যায়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ২৩১টি পরিবারের স্বপ্ন পূরণ হবে আগামী ২২শে মার্চ। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সারা দেশের সঙ্গে সাদুল্লাপুর উপজেলার ২৩১টি ঘরের উদ্বোধন করবেন। যার মাধ্যমে এসব অসহায় পরিবারগুলো উঠবেন তাদের স্বপ্নের ঠিকানায়।
বিভিন্ন সময়ে সাদুল্লাপুর উপজেলায় যাচাই বাছাই করে ভূমিহীন ও গৃহহীন হালনাগাদ সংখ্যা পাওয়া যায় ৭৫০ টি। যার মধ্যে প্রথম পর্যায়ে ১৭৯টি, দ্বিতীয় পর্যায়ে ২০০টি, তৃতীয় পর্যায়ে ১১০টি এবং অন্য উপায়ে (সেনাবাহিনী কর্তৃক নির্মিত ব্যারাক) ৩০টি গৃহ নির্মিত হয়েছে। অবশিষ্ট ২৩১টি গৃহের নির্মাণ কাজ শেষ। সরেজমিনে গিয়ে দেখা যায় ২৩১টি গৃহের জন্য উপকার ভোগী পরিবার যাচাই বাছাই শেষে প্রত্যেকটি পরিবারের জন্য দুই শতক করে খাস জমি বন্দোবস্ত ও নাম জারীর কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। গৃহ প্রদানে সনদ পত্র প্রস্তুত করা হয়েছে। চতুর্থ পর্যায়ে এই ২৩১টি গৃহ হস্তান্তরের মাধ্যমে সাদুল্লাপুর উপজেলা “ক”(অর্থাৎ যার জমি ও গৃহ কিছুই নাই) শ্রেণীর ৭৫০ টি ভূমিহীন ও গৃহহীন মুক্ত হচ্ছে।
গতকাল সোমবার সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে বিকাল ৪.৩০ নির্বাহী কর্মকর্তা মোছাঃ রোকসানা বেগম প্রেস ব্রিফিং এ বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জননেতা আলহাজ মোঃ সাহারিয়া খাঁন বিপ্লব, এসি ল্যান্ড মোঃ তাইফুর রহমান প্রেস ক্লাব সভাপতি নেয়ামুল আহসান পামেল সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
Leave a Reply