স্টাফ রিপোর্টার : ‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্য নিয়ে সারা দেশে পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস। গণগ্রন্থাগার অধিদপ্তরের ব্যবস্থাপনায় ঢাকার জাতীয় জাদুঘর প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিবসটির উদ্বোধন করা হয়। এরপর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্বে) মোঃ মফিদুর রহমান। গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মনীষ চাকমার স্বাগত বক্তব্য দিয়ে শুরু হয় আলোচনা সভা। অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, জাতীয় কবি নজরুল ইন্সটিটিউট এর নির্বাহী পরিচালক মোঃ লতিফুল ইসলাম শিবলী এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোঃ আজম। অনুষ্ঠান শেষে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, গ্রন্থাগার পেশাজীবী, LAB ও BALID এর নেতৃবৃন্দসহ জনসাধারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঢাকার বাইরে বিভাগ ও জেলা সরকারি গণগ্রন্থাগারসমূহের ব্যবস্থাপনায় স্থানীয়ভাবে উৎসবমুখর পরিবেশে দিবসটি উদ্যাপন করা হয়। এছাড়া সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বেসরকারি পাঠাগারেও নিজস্ব আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়েছে।
Leave a Reply