করুণাময় সরকার গণগ্রন্থাগারে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি (হবিগঞ্জ) : আজ ৫ তম জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে, করুণাময় সরকার গণগ্রন্থাগারে সন্ধ্যার দিনটি উদযাপিত করা হয়। গণগ্রন্থাগারের সভাপতি বাবু বিধান চন্দ্র সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন জিতেন্দ্র সরকার, বিশেষ অতিথি হিসাবে ছিলেন কানাই লাল সরকার, অখিল সরকার, সুবিনয় সরকার, সাধারণ সদস্য হিসেবে ছিলেন শাহজালাল বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ফুলেন সরকার এবং কৃষ্ণ কুমারী গণগ্রন্থাগার এর প্রতিষ্টাতা তুলসী দেবী, গোপাল দেব নাথ, সজীব সরকার, পায়েল সরকার, শিবুল বিশ্বাস, নয়ন বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস, ইমন বিশ্বাস, নিলয় সরকার, অলক সরকার, দীপংকর বিশ্বাস, তুষার নন্দী, সঞ্চয় সরকার, করুণাময় সরকার গণগ্রন্থাগার এর উদ্যোক্তা রেভা সরকার, লাভলী সরকার, শিফ্রা সরকার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বইপাঠ ও আলোচনা পর্বের শেষে ছোট সোনামনিদের নিয়ে গীতার শ্লোক ও কবিতা আবৃতির মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2024 পাঠাগার বার্তা. All rights reserved.