প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ২:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৪, ১২:৩৮ পূর্বাহ্ণ
কবি সুকান্ত ভট্টাচার্য স্মরণে নির্বাচিত কবিতা পাঠ ও আবৃত্তি কার্যক্রম অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : কবি সুকান্ত ভট্টাচার্য স্মরণে জাতীয় গ্রন্থকেন্দ্র কবির নির্বাচিত কবিতা নিয়ে এক বিশেষ পাঠ ও আবৃত্তি কার্যক্রম গ্রহণ করে। ঢাকা ও পার্শ্ববর্তী জেলা সমূহের ২০টি বেসরকারি গ্রন্থাগার এতে অংশ নেয়। ১১ নভেম্বর (সোমবার) জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে বেসরকারি গ্রন্থাগারসমূহের পাঠক-শিক্ষার্থীদের চূড়ান্ত মূল্যায়ন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কবি, কথা সাহিত্যিক ও সাংবাদিক শাহনাজ মুন্নী এবং কবি ও সাংবাদিক আলতাফ শাহনেওয়াজ। জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক লেখক আফসানা বেগমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার উপপরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার।
অংশগ্রহণকারী পাঠক শিক্ষার্থীদের আবৃত্তির পর মাধ্যমিক পর্যায় থেকে ৫ জন এবং উচ্চ মাধ্যমিক থেকে তদূর্ধ্ব পর্যায় থেকে ৫ জনকে সেরা নির্বাচন করা হয়। সেরা নির্বাচিত প্রত্যকেকে নগদ অর্থ, সনদপত্র ও গ্রন্থ পুরস্কার এবং অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীদের গ্রন্থ পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2024 পাঠাগার বার্তা. All rights reserved.