স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের খাজানগর গ্রামে এম.বি. পাঠাগার ও শিক্ষা সেবা কেন্দ্র কতৃক মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উজ্জাপন উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৬০ জন্য শিক্ষার্থ অংশ গ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন ৪ নং বটতৈল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এম. বি. পাঠাগারের উপদেশ পরিষদের সদস্য আলহাজ্ব মো: আবুল কালাম আজাদ, আলহাজ্ব মোহাঃ হাফিজুর রহমান (প্রধান শিক্ষক, খাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ও উপদেষ্টা এম.বি. পাঠাগার), উপস্থিত ছিলেন পাঠাগারের উপদেষ্টা সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক মো: আক্কাস আলী মেম্বার। বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক মোঃ ছানোয়ার হোসেন (সালাম রাইচ),আরো উপস্থিত ছিলেন ফারহানা আক্তার ( সহকারী প্রধান শিক্ষক, জাগরণী মডেল স্কুল), এবং উপস্থিত ছিলেন খাজানগরের বিশিষ্ট ব্যবসায়ি মো: আহসান হাবীব সান্ঠু প্রধান ও মোহাম্মদ বিপুল (সিনিয়র সদস্য, এম.বি.পাঠাগার), মোঃ ছানোয়ার হোসেন (সিনিয়র সদস্য, এম.বি. পাঠাগার)।
সভাপতি দ্বীন মোহাম্মদ শিমুল এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মো: আমজাদ হোসেন, পরিচালক (এম.বি. পাঠাগার) এবং মোহেদী হাসান। সার্বিক সহযোগিতা করেছেন পাঠাগারের অন্যান্য কমিটির সদস্যগণ- মুন্নি খাতুন,শারমিন আক্তার সাথী, সাকিব মোল্লা, মেহেদী হাসান সাব্বির, পারভেজ আহম্মেদ ও নবির হোসেন। অনুষ্ঠান শেষ বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2025 পাঠাগার বার্তা. All rights reserved.