নিজস্ব প্রতিবেদন : একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য চিত্রশিল্পী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাঠাগার বার্তা’র সম্পাদক রত্নদীপ দাস (রাজু)।
পাঠাগার বার্তা’র সম্পাদক এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি আরও বলেন, সমরজিৎ রায় চৌধুরী আজীবন নিরীক্ষাধর্মী ও সৃজনশীল সুকুমার শিল্পচর্চায় নিয়োজিত ছিলেন। তাঁর মৃত্যুতে দেশের শিল্প-সংস্কৃতিতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।
উল্লেখ্য, খ্যাতিমান চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী (৮৫) আজ রবিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি হৃদরোগ ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন।
সম্পাদক ও প্রকাশক : রত্নদীপ দাস (রাজু)
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬
ইমেইল : pathagarbarta@gmail.com
info@pathagarbarta.com
Copyright © 2024 পাঠাগার বার্তা. All rights reserved.