স্টাফ রিপোর্টার (আরিফুর রহমান আরিফ): “গাছ লাগিয়ে যত্ন করি/সুস্থ ও নিরাপদ প্রজন্মের দেশ গড়ি।” প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার ঐতিহ্যবাহী উত্তরণ পাঠাগার ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের যৌথ উদ্যোগে আজ অপ্রচলিত বৃক্ষের চারা রোপণ করা হয়। সুন্দরগঞ্জ উপজেলার মীরগঞ্জ, ঝিনিয়া, বামনজল, রামজীবন, আলুটারী ঈদগা সহ ৬টি স্থানে এসব চারা রোপণ করা হয়। যার মধ্যে ছিল আম, জাম,হরিতকী, বহেরা, অর্জুন, কৃষ্ণচূড়া ও ডেওয়া। পাঠাগার সভাপতি শাখিফুজ্জামানের দিক নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, সাবেক সহ-সভাপতি নুরুজ্জামান সরকার, সাজেদুল আকাশ, আজমাঈন ইশতিয়াক শ্রাবণ, তৌফিক সরকার সীমান্ত, মনিরুজ্জামান রুমন, আরিফুজ্জামান আরমান ও নাঈম ইসলাম।
Leave a Reply