1. admin@pathagarbarta.com : admin :
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও অ্যা্ওয়ার্ড প্রদান সম্পন্ন মৌলভীবাজারে শীতার্তদের মাঝে বিসমিল্লাহ ইউকে চ্যারিটির কম্বল বিতরণ মৌলভীবাজারে মোহন ফাউন্ডেশনের শীতবস্ত্র ও শিশুদের মাঝে খেলনাসামগ্রী বিতরণ সিলেটে হিপ-হপ জনপদ: দ্যা ব্রঙ্কস ও অন্যান্য গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত মৌলভীবাজারে বিশ্ব কবিমঞ্চ উদ্যোগে কবি সালেহ মওসুফ এর স্মরণ সভা অনুষ্ঠিত সিলেটে বধির সংঘের শীতবস্ত্র বিতরণ  রায়পুর গণপাঠাগার পুণ:রায় চালুর দাবিতে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালকের বরাবর স্মারকলিপি প্রদান বাংলাদেশ ও ঘানার জন্য আইএইচডিএফ গ্লোবাল মেডিকেল ক্যাম্প ইনিশিয়েটিভ ঘোষণা মৌলভীবাজারের ঐতিহ্যবাহী চুঙ্গাপিঠার উপকরণ ঢলুবাঁশ বিলুপ্তির পথে মৌলভীবাজারে প্রেরণা মেধাবৃত্তি ২০২৪ এর ফলাফল প্রকাশ

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও অ্যা্ওয়ার্ড প্রদান সম্পন্ন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ১৯ বার পঠিত

 

প্রেস বিজ্ঞপ্তি: ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নতুন ইসি কমিটির অভিষেক ২০২৫ এবং যুক্তরাজ্যের গুণী, মেধাবী তরুণ সাংবাদিকদের সৃজনশীল কাজের সম্মাননা স্বরুপ ইউকেবিআরইউ অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান সম্পন্ন হয়েছে।

গত ১৯ জানুয়ারি পূর্ব লন্ডনের একটি হলে মিডিয়া ব্যক্তিত্ব, সুধীজনদের উপস্থিতিতে এই সরব অনুষ্ঠানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির বিদায়ী সেক্রেটারী, ডিবিসি নিউজের লন্ডন প্রতিনিধি জুবায়ের আহমদের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সংগঠনের বিদায়ী প্রেসিডেন্ট, সত্যবাণীর রিপোর্টার, ইউকে বাংলা গার্ডিয়ান ম্যাগাজিনের স্পেশাল এসাইনমেন্ট এডিটর আনসার আহমদ উল্লাহ এর শুভেচ্ছা জানানোর মধ্যদিয়ে ২০২৫ খ্রিস্টাব্দের ইসিকমিটিকে পরিচিতি ও স্বাগত জানিয়ে অভিষিক্ত করেন তিনি।

পরে নতুন ইসি কমিটির সভাপতি জগন্নাথপুর টাইমস ডটকো ডট ইউকের সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী ইকরা টিভির উপস্থাপক মিজানুর রহমান মীরুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য গুণী, মেধাবী, ৫জন সাংবাদিকের মাঝে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। যুক্তরাজ্যের দীর্ঘদিন যাবত সাংবাদিকতার মাধ্যমে অনন্য অবদান রাখার জন্য প্রিন্ট মিডিয়ায় জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, ইলেকট্রনিক মিডিয়ায় এটিএন বাংলা ইউকের সিনিয়র প্রযোজক ও উপস্থাপক উর্মি মাযহার, মেইনস্টিম মিডিয়ায় আইটিভি নিউজ এর ব্যুলেটিন রিপোর্টার মাহাথির পাশাকে ইউকেবিআরইউ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হয়। যুক্তরাজ্যে ইউটিউভ অনলাইন চ্যানেলে অনুসন্ধানী রিপোর্টের জন্য ইউকেবিআরইউ বেস্ট ইনবেস্টিগেটিভ রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৪ পেলেন রানার টিভির আ স ম মাছুম। ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের মধ্য থেকে সারা বছর সেরা অনুসন্ধানী রিপোর্টের জন্য ইউকেবিআরইউ বেস্ট ইনভেস্টিগেটিব রিপোর্টার অব দ্যা ইয়ার ২০২৪ পেলেন ইউকে বাংলা গার্ডিয়ান ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক মির্জা আবুল কাসেম।

ইউকে বিআরইউ অ্যাওয়ার্ড প্রাপ্তদের জীবনকর্ম পাঠ করেন ফয়েজুর রহমান ফয়েজ, ড. আজিজুল আম্বিয়া, এ রহমান অলি, সাহেদা রহমান ও মুহাম্মদ সুয়েজ।

অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে ক্রেস্ট তুলে দেন লন্ডনের নিউহ্যাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান, লন্ডনের বার্কিং এন্ড ডেগেনহাম কাউন্সিলের মেয়র মঈন কাদরী। লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কেবিনেট মেম্বার ফর কালচার এন্ড রিক্রিয়েশন কাউন্সিলর কামরুল হোসেইন ও কাউন্সিলর অজান্তা দেব রায়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, সাবেক স্পিকার আহবাব হোসেন, দেওয়ান গৌউছ সুলতান, নিলুফা ইয়াসমিন হাসান, সৈয়দ আনাস পাশা, মাসুক ইবনে আনিস, কামাল মেহেদী, সাঈম চৌধুরী, সালেহ আহমদ, আব্দুল কাদির চৌধুরী মুরাদ, রেজাউল করিম মৃধা, আলাউর রহমান খান শাহিন ও আমিনা আলী।

কবিতা আবৃত্তি করেন মুহাম্মদ শাহেদ রাহমান, এডভোকেট বেলাল আহমদ বকুল, ইমদাদুন খান ও ফাহমিদা খাতুন। সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট গীতিকার জাহাঙ্গীর রানা, তাহির আলী, এ রহমান অলি, এডভোকেট বেলাল আহমদ বকুল, শেখ মোফাজ্জল হোসেন ও মুন্না মিয়া। অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠ জাতীঁয সঙ্গীত পরিবেশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!