
স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি, একাত্তরের কন্ঠযোদ্ধা ও বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন প্রয়াত আলী যাকের স্মরণে ‘আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগ’– এর উদ্বোধন হয়। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দিতে ৫০টি বেসরকারি গণগ্রন্থাগারকে সাথে নিয়ে আলী যাকের ৩য় মুক্তিযুদ্ধ গ্রন্থপাঠের উদ্বোধন করেন তাঁর সহধর্মিণী, খ্যাতিমান অভিনেত্রী সারা যাকের। আজ সকাল ১১ টায় মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টি মফিদুল হক। গবেষণা ও গ্রন্থাগার বিভাগের ব্যবস্থাপক ড. রেজিনা বেগমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বেসরকারি গ্রন্থাগার সংহতির আহবায়ক শাহনেওয়াজ, সদস্য সচিব জহির উদ্দিন সহ ৫০ টি বেসরকারি গণগ্রন্থাগারের প্রতিনিধি বৃন্দ।
Leave a Reply