নিলফামারী জেলা প্রতিনিধি : আজ মুক্তিযোদ্ধা দেলওয়ার রহমান গ্রন্থাগার পরিদর্শনে আসেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশ আওয়ামী লীগের কিশোরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মশিউর রহমান এবং বাংলাদেশের অন্যতম কবি ও নাঠ্যকার আঝারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন রাজ্জাক বাবু, বিপুল চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা মমতাজ আলী কবি এবং গ্রন্থাগারের সভাপতি হোসাইন মোহাম্মদ সেলিম রেজা প্রমূখ।
পরে কবি আজহারূল ইসলাম আল আজাদ অসুস্থ মুক্তিযোদ্ধা দেলওয়ার রহমান গ্রন্থাগারের প্রতিষ্টাতা বীর মুক্তিযোদ্ধা দেলওয়ার রহমানের সাথে সাক্ষাৎ করেন এবং তার লেখা বই “গদ্যময় জীবনের পদ্য” বইখানা প্রতিভা কিন্ডার গার্টেন স্কুল এর শিক্ষার্থী উচ্ছাশ ও স্বিন্ধা কে উপহার হিসেবে প্রদান করেন।
পরে পরিদর্শনে আসেন নিলফামারীর বিশিষ্ট সাংবাদিক মিঃ নুূর আলম এবং একরামূল হক লাবূ।
Leave a Reply