পাঠাগার বার্তা ডেস্ক : ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য (Intangible Cultural Heritage: ICH) বিষয়ক এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ইন্টারগভার্ণমেন্টাল কমিটিতে বাংলাদেশ আগামী ২০২২-২০২৬ মেয়াদে নির্বাচিত হয়েছে।
ইউনেস্কোর Intangible Cultural Heritage (ICH) বিষয়ক ২০০৩ কনভেনশন এর সদস্য দেশসমূহের অংশগ্রহণে ফ্রান্সের প্যারিসস্থ ইউনেস্কো সদর দপ্তরে নবম সাধারণ সভা চলাকালীন গতকাল ০৬ জুলাই ২০২২ তারিখ অনুষ্ঠিত ইন্টারগভার্ণমেন্টাল কমিটির নির্বাচনে বাংলাদেশ চার বছরের জন্য এ কমিটিতে নির্বাচিত হলো। বাংলাদেশ ছাড়াও এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে নির্বাচিত অন্য দেশসমূহ হলো ভারত, ভিয়েতনাম ও মালয়েশিয়া।
৫-৭ জুলাই ২০২২ মেয়াদে ইউনেস্কোর ICH বিষয়ক সাধারণ সভায় ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা ছাড়াও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর এবং যুগ্ম সচিব মোঃ ফাহিমুল ইসলাম অংশগ্রহণ করেন৷
ICH এর ৬ টি ইলেক্টোরাল গ্রুপে সদস্যভুক্ত মোট ১৮০ টি দেশের মধ্যে ১২ টি সদস্যপদের শূন্যপদে বিভিন্ন দেশ প্রতিদ্বন্দ্বিতা করে৷ এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ইলেক্টোরাল গ্রুপ ৪ এর ৪(চার) টি শূন্যপদে বাংলাদেশ ছাড়াও কম্বোডিয়া, ভিয়েতনাম, ভারত, মালয়েশিয়া ও থাইল্যান্ড প্রতিদ্বন্দ্বিতা করে৷ ইতঃপূর্বে উপরোক্ত ৬ টি দেশ ছাড়াও ইরান ও পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও তারা শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ায়৷
উল্লেখ্য, গত ২০২০ সালে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সিদ্ধান্ত গৃহীত হয় এবং ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তা ইউনেস্কো কর্তৃপক্ষকে অবহিত করা হয়৷
আন্তর্জাতিক এই সংস্থার ২০০৩ কনভেনশনের “Safeguarding of Intangible Cultural Heritage” শীর্ষক ইন্টারগভার্ণমেন্টাল কমিটিতে বাংলাদেশ নির্বাচিত হওয়ার ফলে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের সাফল্যের মুকুটে আরও একটি পালক যুক্ত হলো৷ এর ফলে বাংলাদেশ ইউনেস্কো’র ২০০৩ কনভেনশনের সদস্যদেশগুলোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে৷
Leave a Reply